ওখড়ে

blank
ভার্সে
October 18, 2020
blank
সিকিম
October 18, 2020
Show all

ওখড়ে

blank

পশ্চিম সিকিম (West Sikkim) এর ছোট্ট একটা গ্রাম ওখড়ে। ওখড়ে (Okhrey) কে বার্সে এর গেটওয়েও বলা হয়ে থাকে। সিকিম রাজ্যটার প্রতিটা বাঁকেই প্রকৃতি বেশ সুন্দর সাজুগুজু করে থাকে। গুটিকতক ছড়ানো ছিটনো কাঠের বাড়ি নিয়ে তৈরি এই পুঁচকি গ্রামটিও এক অনন্য টুরিস্ট স্পট, যদিও এখন বেশ কিছু কংক্রিট এর বাসস্থান হয়ে উঠেছে। নিজের মত করে দিব্যি সতেজ সুন্দর এই ওখড়ে গ্রামটি। ওখড়ে এর থাকার আস্তানাগুলোয় অকারণ বাহুল্য বা বিলাসিতার চিহ্নমাত্র নেই। তবে রয়েছে স্বাভাবিক জীবনযাপনের পরিচ্ছন্ন ব্যবস্থাপনা। আর যারা একটু ভোজন রসিক তাঁরা খাঁটি সিকিমিজ খানার লোভেই শুধুমাত্র চলে যেতে পারেন।
ওখরে আদতে ছোট্ট একটা গঞ্জ। পশ্চিম সিকিমের ছোট্ট এই জনপদের রাত কিন্তু দিনের থেকে অনেক বেশি সুন্দর। ওখড়ের ঠিক উল্টো দিকের পাহাড়টাই দার্জিলিং। নির্জন ওখড়ের নিঝুম রাতকে বড় বেশি মায়াবি করে দেয় দূর পাহাড়ের শৈলশহর। দার্জিলিংয়ের এক ঝাঁক ঝিকমিকে জোনাকি আলোর সমারোহ এসে রাতের তারার সঙ্গে মিশে যায়। অনেকেই ভালোবেসে ওখড়ে কে Land of Rhododendrons বলে থাকেন।
যেদিন ওখড়ে পৌছাবেন সেদিন রাতে বিশ্রাম নিয়ে পরদিন সকাল সকাল বেরিয়ে ট্রেক (৫ কিলোমিটার) করে পৌঁছে যেতে পারবেন বার্সে

কিভাবে যাবেন
কলকাতা থেকে যেতে চাইলে শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেনে উঠলে নামতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। যদি কেউ বিমানে যেতে চান, তিনি নামবেন বাগডোগরা বিমান বন্দরে। সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘন্টা ছয়েকের পথ অতিক্রম করে মেলিবাজার, জোর্থাং হয়ে পৌঁছে যাবেন পশ্চিম সিকিমের ওখরে। পুরো গাড়ির ভাড়া ৪,০০০ – ৪,৫০০ রুপী।
শিলিগুড়ি থেকে ওখরের দূরত্ব : ১৩০ কি.মি.। শিলিগুড়ি থেকে জোরথাং এর দূরত্ব : ৮৪ কি.মি.। শিলিগুড়ি থেকে ওখরের পুরো গাড়ি ভাড়া: ৪৩০০/- টাকা।

কোথায় থাকবেন
ওখরেতে থাকার জন্যে আপনি কিছু হোম স্টের সন্ধান পাবেন, আগে থেকে বুক করে গেলে ভালো। থাকা খাওয়া নিয়ে জনপ্রতি ৯০০-১,০০০ রুপী। অনেক হোম স্টে এর ভিড়ে আছে সালাকা হোম স্টে, ম্যাগনোলিয়া ভিলেজে হোম স্টে অন্যতম। প্রতিদিন দুপুরের খাবার টা সেরে পায়ে হেঁটে বেরিয়ে পড়ুন গ্রাম টা ঘুরতে। সাথে বাড়তি পাওনা হিসেবে পাবেন অপরুপ কাঞ্চনজঙ্ঘা এবং বিভিন্ন ধরণের পাখি। হাতে শুধু থাকতে হবে একটা সুন্দর ক্যামেরা।
এখানের সমস্ত হোম স্টে/ লজের পক্ষ থেকে ট্রেকিং এবং তাঁবুর ব‍্যাবস্থা করা হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *